“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহায়তায় সহিংসতামুক্ত শান্তিপূর্ণ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কটিয়াদী উপজেলার সংবাদকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর পিস অ্যাম্বাসেডর ও কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন এর সভাপতিত্বে এবং কটিয়াদী পিএফজির কো-অর্ডিনেটর ও পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মোঃ মোবারক হোসেন নূরী, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়া, এনটিভি প্রতিনিধি মাহবুবুর রহমান, বিজিয় টিভির প্রতিনিধি মোঃ এখলাছ উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিশ এর সাংগঠনিক সম্পাদক মাওলানা উমর ফারুক প্রমুখ।
মত বিনিময় সভায় বক্তারা বলে, শুধু অনাচার-বৈষম্য নয়, সাংবাদিকগণ সমাজে ঘটে যাওয়া অনবদ্য ঘটনা, সফলতার কাহিনী, মহৎ উদ্যোগকেও দায়িত্বশীলতার সাথে প্রচার করে যা জনমনে আশার সঞ্চার করে। সভায় পিএফজির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষে গণমাধ্যমের করণীয় বিষয়ে সাংবাদিকদের পরামর্শ আহ্বান করা হয়। উপস্থিত সাংবাদিকরা কটিয়াদী রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী সহ পিএফজি এবং ওয়াইপিএজি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।