যথাযথ মর্যাদার সাথে নড়াইলের লোহাগড়ায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএন ও) শাম্মী কায়সারের সভাপতিত্বে ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম শেখ , সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান,
সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো : আহাদুজ্জামান বাটু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাদিউজ্জামান সহ প্রমূখ।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।