× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় সদর উপজেলা পরিষদ চত্বরের “জয়বাংলা” পুকুরপাড় সংলগ্ন বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ -উজ-জামান এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

এসময় জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল সকল শহীদের প্রতি সশস্ত্র সালাম জানান।

পরে মুক্তিযোদ্ধা, জেলা ও উপজেলা প্রশাসন, জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা উদীচী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। এরপর আমন্ত্রিত সকলে দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন করেন এবং সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।।

পরে সদর উপজেলা পরিষদের হল রুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আরিফ -উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধাগণ ৭১-এর ১৪ ডিসেম্বর সংঘটিত গণহত্যার স্মৃতিচারণ করে এ দিনের তাৎপর্য তুলে ধরেন। 

এ সময় জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জাতীয়তাবাদী দল (বিএনপি) গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রাফিক শরীফ, জেলা আনসার ভিডিপির কমান্ডেন্ট মজিবুল হক বিভিএমএস, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার, অসিত কুমার সাহা সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ‘৭১ এর বধ্যভূমির শহীদ স্মৃতিস্তম্বে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হবে। তাছাড়া সুবিধাজনক সময়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০২৫ পালন করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.