× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিদ্যানন্দ থেকে জকসু: সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে লড়ছেন মইন

জবি প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:২৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

দীর্ঘ ৩৮ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। ঐতিহাসিক এই নির্বাচনে সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ মইন উদ্দিন হাসান।

সমাজসেবামূলক কার্যক্রমে দীর্ঘদিনের সক্রিয়তার কারণে শিক্ষার্থীদের কাছে পরিচিত মুখ মইন উদ্দিন হাসান। তিনি বর্তমানে প্রথম আলো বন্ধুসভা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির একজন স্বেচ্ছাসেবক হিসেবেও যুক্ত রয়েছেন।

এছাড়া তিনি দেশের জনপ্রিয় মানবিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন-এর চট্টগ্রাম শাখার সাবেক নির্বাহী সদস্য ছিলেন। পথশিশুদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থেকে তিনি পথশিশু স্কুলের মেন্টর হিসেবেও কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।

নির্বাচনী ইশতেহারে মইন উদ্দিন হাসান শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে আবাসন ভর্তুকি চালু, পার্ট-টাইম জব ম্যানেজমেন্ট সেল গঠন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, 'স্বেচ্ছাসেবী হিসেবে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকেই আমি শিক্ষার্থীদের কষ্টগুলো গভীরভাবে অনুভব করি। জকসুতে নির্বাচিত হলে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।'

সমাজসেবার বাস্তব অভিজ্ঞতা ও শিক্ষার্থীবান্ধব পরিকল্পনা নিয়ে জকসুর গুরুত্বপূর্ণ এই পদে মইন উদ্দিন হাসানের প্রার্থিতা শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.