কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম, ঝাউদিয়া, গোস্বামী দুর্গাপুর, মনোহারদিয়া ও আবদালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই এলাকাগুলোতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। গণসংযোগকালে নেতাকর্মীরা স্থানীয় জনগণের কাছে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন।
এ সময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়া জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। বিরোধীদলে থাকার কারণে সরকার তাঁকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে, যা রাজনৈতিক প্রতিহিংসা ও মানবাধিকারের লঙ্ঘনের শামিল। তিনি অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।