রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ( ১৫ ডিসেম্বর )সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এমদাদুল হক মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ এমদাদুল হক মিলন বলেন,
“আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তোমাদের সুশিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে, কারণ শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে সামনে এগিয়ে গেলে সাফল্য নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষকরা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই দেন না, বরং জীবনের পথচলায় চলার দিশাও দেখান। তাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন,“আজ বিদায় নিলেও এই বিদ্যালয়ের সঙ্গে তোমাদের সম্পর্ক কখনো ছিন্ন হবে না। এখান থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ তোমাদের জীবনের প্রতিটি ধাপে সহায়ক হবে।”
এসময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, সকল সহকারী শিক্ষক ও বদলিকৃত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে দোয়া করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা আশাবাদ ব্যক্ত করেন।