সাবেক প্রধামমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে নড়াইলের লোহাগড়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পার মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মহব্বত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম।
এসময় নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. তাইবুল হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জামসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজম মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমসহ প্রমুখ।
এছাড়াও মল্লিকপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. জসিম সরদার।