রাঙ্গামাটির লংগদু উপজেলায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে লংগদু থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় লংগদু থানাধীন ১নং আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি এলাকার বটতলায় যাত্রীছাউনির সামনে পাকা সড়কে এসআই (নিঃ) এস এম আল-মামুনের নেতৃত্বে পরিচালিত মোবাইল ডিউটি ও চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ হাছান আলী (২৫)। তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর গ্রামের বাসিন্দা।
পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে লংগদু থানায় নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার (১৫ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া বলেন, মাদকের বিরুদ্ধে লংগদু থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।