ইসি কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর - কাশিয়ানীর একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এম.আনিসুল ইসলাম (ভুলু মিয়া)।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরের আগে তিনি নিজ কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করার পর স্বতন্ত্র প্রার্থী আনিসুল ইসলাম (ভুলু মিয়া) বলেন, জনগনের আশা পুরনের লক্ষ্যে তিনি নির্বাচন করছেন। মানুষ অধিকার হারিয়ে ফেলেছে। এই নির্বাচনের মাধ্যমে মানুষ পুনরায় তাদের অধিকার ফিরে পেতে চায়। সে জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন খুবই জরুরী। আমি নির্বাচিত হয়ে সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতে চাই। গরীব, দুখী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখতে চাই।গোপালগঞ্জ-১ আসনের অবকাঠামোগত উন্নয়ন করতে চাই। জনগন যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তবে আমি তাদের সার্বিক প্রত্যাশা পুরনে সচেষ্ট থাকবো।
পরে স্বতন্ত্র প্রার্থী আনিসুল ইসলাম (ভুলু মিয়া) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান ও জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে আনিসুল ইসলাম প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।