× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে মেরিন একাডেমির ৪র্থ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ক্যাডেটদের পেশাদারিত্ব ও নৈতিকতার সহিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) দেলোয়ারা বেগম।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম। এদেশের মোট বাণিজ্যের ৯০ শতাংশ সমুদ্র পথে পরিচালিত হয়ে থাকে। বর্তমানে প্রশিক্ষিত ক্যাডেটরা জাতীয় ও আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজে পেশাদারিত্ব ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে আসছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ মেরিন একাডেমির ৪র্থ ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ (গ্রাজুয়েশন প্যারেড) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্যাডেটদের উদ্দেশ্যে দেলোয়ারা বেগম বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমুদ্র সেক্টরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। সততা ও আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃ্দ্ধি অর্জনে ভূমিকা রাখতে উপস্থিত ক্যাডেটদের উদ্বুদ্ধ করেন।

মেরিন একাডেমির ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, দক্ষ নাবিক তৈরিতে একাডেমির প্রশিক্ষকগণ সমুদ্র বেষ্টিত ১৭৬টি দেশের প্রণীত গাইডলাইন অনুসরণ করে প্রশিক্ষণ প্রদান করে থাকেন। ফিলিপাইনের ন্যায় সমুদ্র সেক্টরে সাফল্য অর্জন ও সুনীল অর্থনীতিকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।

অতিরিক্ত সচিব আরও বলেন, ক্যাডেটদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানে নতুন ৪টি মেরিন একাডেমির প্রতিটিতে অত্যাধুনিক সিম্যুলেটর স্থাপনে নৌপরিবহন মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে।

এর আগে, একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ ও পদক বিতরণ করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) দেলোয়ারা বেগম।

এবছর বাংলাদেশ মেরিন একাডেমির ৪র্থ ব্যাচের দুই বছর মেয়াদি একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ শেষে মোট ৬১ জন ক্যাডেট অফিসার প্রি-সি সনদ অর্জন করেন। এর মধ্যে নটিক্যাল শাখায় ২৮ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং শাখায় ৩৩ জন রয়েছেন।

ক্যাডেটদের মধ্যে সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য কমান্ড্যান্ট স্বর্ণ পদক গ্রহণ করেন সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন জিলহাজুর রহমান অর্ণব। নটিক্যাল বিভাগের ক্যাডেট ক্যাপ্টেন খন্দকার সাবিতুল ইসলাম এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাডেট ক্যাপ্টেন ওমর ফারুক সব বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য কমান্ড্যান্ট রৌপ্য পদক গ্রহণ করেন।

অনুষ্ঠানে রংপুর মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো. সাহেদ সাত্তার স্বাগত বক্তব্যে বলেন, দক্ষ মেরিন অফিসার ও ইঞ্জিনিয়ার তৈরিতে একাডেমিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বাংলাদেশ মেরিন একাডেমি থেকে অর্জিত শিক্ষা ও প্রশিক্ষণকে কাজে লাগিয়ে তিনি ক্যাডেটদের সবোর্চ্চ পেশাদারিত্ব ও নৈতিকতার সহিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ক্যাডেটদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, পীরগঞ্জে বাংলাদেশ মেরিন একাডেমি প্রতিষ্ঠার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত চার ব্যাচে ২৪১ জন নটিক্যাল ও মেরিন ইঞ্জিনিয়ারিং ক্যাডেট প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তারা বিশ্বব্যাপী বিভিন্ন শিপিং কোম্পানি ও মেরিটাইম প্রতিষ্ঠানে দক্ষতার সাথে কাজ করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.