রাজস্থলী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে রাজস্থলী উপজেলা প্রশাসন।
দিবসের কর্মসূচির শুরুতে ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন রাজস্থলী উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আনসার ও ভিডিপি অফিস, রাজস্থলী প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান
এরপর সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, সমাবেশ এবং মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বিজয় দিবসের মতো দিবসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দেশপ্রেম ও শৃঙ্খলার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাজুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রাজু, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. নোমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারী দলকে সান্ত্বনা পুরস্কার প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে রাজস্থলীতে মহান বিজয় দিবস–২০২৫ উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়।