× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:২১ পিএম

দুমকিতে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে জুতা পরেই শ্রদ্ধা নিবেদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠান বর্জণের ঘোষণা দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

দুমকিতে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে জুতা পরেই শ্রদ্ধা নিবেদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠান বর্জণের ঘোষণা দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজিত বিজয় দিবসের মূল অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন ও প্রেসক্লাব দুমকির সভাপতি মো. দেলোয়ার হোসেন নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানার কাছে বিষয়টির নিন্দা জানান।

এর আগে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দুমকিতে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ, শিক্ষার্থীদের ডিসপ্লে, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মসজিদে দোয়া, মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.