× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নলছিটিতে মহান বিজয় দিবস পালিত

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকা‌ঠি) প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:২৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সা‌থে সা‌থে ৩১ বার বন্দু‌কের তোপধ্বনি ও জাতীয় পতাকা উ‌ত্তোল‌নের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। দিবসটির প্রথম প্রহরে নলছিটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব, সহকারী কমিশনার (ভুমি) মো. রিজভী আহমেদ সবুজ, নল‌ছি‌টি থানার ও‌সি মো. আরিফুল আলম এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সামাজিক-রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন।

এরপ‌রে সকাল ৮টায় স্থানীয় চায়না মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশাত্ববোধক গানের তালে ডিসপ্লে প্রদর্শন করে। তারপরে ইউএনও সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বিজয় মেলার উদ্বোধন করেন। এসময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবধর্না দেয়া হয়। এতে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়েব হাবিবের সভাপতিত্বে উপজেলার দেড়শতাধিক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগীতা, হাসপাতাল ও ইয়াতিমখানায় খাবার পরিবেশন, দোয়া মোনাজাত, ক্রীড়া প্রতিযোগীতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ‌কের মহান বিজয় দিবস উপল‌ক্ষে বিজয় মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে নল‌ছি‌টি শহর। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উচ্ছাস প্রকাশ করেন সর্বস্ত‌রের জনসাধারন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.