পাবনার ঈশ্বরদীতে মহান বিজয় দিবসে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের পর ‘জয়বাংলা’ সহ নানান শ্লোগান দেন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা । শ্লোগানের পরপরই ঘটনাস্থলে থাকা এক মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্ছিত করে কতিপয় ব্যক্তি। এ নিয়ে সাময়িক উত্তেজনা দেখা দেয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পৌর শহরের আলহাজ্ব মোড় বিজয়স্তম্ভে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঈশ্বরদী উপজেলার ভারতে উচ্চতর সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সকাল ৯টার দিকে আলহাজ্ব মোড় বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করতে যায় একদল বীরমুক্তিযোদ্ধা। পুষ্পমাল্য অর্পণের পর বীরমুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস উপলক্ষে ‘জয় বাংলা’ সহ নানান শ্লোগান দেন । শ্লোগান শেষে কতিপয় ব্যক্তি মনোয়ার হোসেন মুকুল নামে এক ব্যক্তিকে ধাক্কা দেয়। তিনি বীরমুক্তিযোদ্ধা কোরবান আলী ছেলে। এ নিয়ে সাময়িক উত্তেজনা দেখা দেয়।
মুক্তিযুদ্ধকালীন ঈশ্বরদী অঞ্চলের কোম্পানী কমান্ডার কাজী সদরুল হক সুধা বলেন, বীরমুক্তিযোদ্ধারা জয় বাংলা শ্লোগান দিতেই পারে। জয় বাংলা শ্লোগান আওয়ামী লীগ বা অন্য কোন রাজনৈতিক দলের শ্লোগান না। জয়বাংলা শ্লোগান আওয়ামী লীগ নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এ শ্লোগান মহান মুক্তিযুদ্ধের শ্লোগান, এই শ্লোগান মুক্তিযোদ্ধাদের শ্লোগান। তাছাড়া আমরা শুধু জয় বাংলা শ্লোগান দিয়েছি, জয় বঙ্গবন্ধুতো বলেনি। আমরা আওয়ামী লীগকে পুর্ণবাসিত করতে চাই না। শ্লোগান দেয়ার পর কতিপয় ব্যক্তি আমাদের একজন মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্ছিত করেছে যা অত্যন্ত দুঃখজনক ঘটনা।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, বিজয় স্তম্ভে জয়বাংলা শ্লোগানের বিষয়টি শুনেছি। এ নিয়ে বড় ধরনের কোন অঘটন ঘটেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে কেউ আমাদের কাছে কোন অভিযোগ দেয়নি।