মহান বিজয় দিবসে জামালপুর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পুলিশ সুপার পংকজ দত্তের নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার( ১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টায় শহরের দয়াময়ী মোড় এলাকার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় পুলিশ পরিদর্শক মো: নবী হোসেন খান, পুলিশ পরিদর্শক মো: মোশাররফ হোসেন, এসআই জাহেদুল ইসলাম,এসআই রুবেল, এসআই হাফিজুর রহমান, এসআই স্বপন মিয়া,এসআই সামিউল,এস আই মুন্তাজ,এসআই জাহাঙ্গীর, এসআই আব্দুর রাজ্জাক, এএসআই আয়াতুল ইসলাম, এএসআই শহিদুল ইসলাম, এএসআই মোশাররফ হোসেন, এএসআই মিজানুর, সদস্য নাজমুল, সৈকত,জাহিদ, এখলাছ সহ সকল কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর শহীদদের রুহের মাগফেরাত কামনায় সেখানে দোয়া মোনাজাত করা হয়।
মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে জামালপুর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পুলিশ সুপার পংকজ দত্ত সাংবাদিকদের জানান, এই মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। একইসাথে সকল বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের আত্মত্যাগও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি । মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাঁদের সেই মহান ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই প্রজন্মকে।