মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে লালমনিরহাটে জেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মিয়া, জেলা যুবদলের আহ্বায়ক ভি পি আনিস, জেলা ছাত্রদলের সভাপতি পাভেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।