× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পবিপ্রবিতে পৃথক আয়োজনে বিজয় দিবস পালন, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মহান বিজয় দিবস পৃথক আয়োজনে পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জামায়াত ও বিএনপি পন্থী শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা আলাদা কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে জামায়াতপন্থী শিক্ষক-কর্মচারী ও শিবিরের স্বল্পসংখ্যক নেতাকর্মী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে প্রো-ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহানের নেতৃত্বে জিয়া পরিষদ, ইউট্যাবসহ বিএনপি পন্থী বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বিজয় র‌্যালি শেষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রো-ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান অভিযোগ করেন, বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রশাসনে জামায়াত-শিবিরপন্থীদের প্রাধান্য দিচ্ছেন। এর প্রতিবাদে জাতীয়তাবাদী চেতনার শিক্ষক-কর্মচারীদের নিয়ে পৃথক আয়োজনে বিজয় দিবস পালন করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, মহান বিজয় দিবস একটি জাতীয় কর্মসূচি। সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। নির্ধারিত সময়ে যারা উপস্থিত ছিলেন, তাদের নিয়েই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.