× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওসমান হাদির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন আসিফ মাহমুদের

সাভার প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মহান বিজয় দিবস উপলক্ষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির পক্ষ থেকে ফুল দিয়ে জাতীর সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা-১০ আসনের প্রার্থী ও অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি এবং তার সাথে উপস্থিত নেতাকর্মীরা। 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, “আজকে আমরা ঢাকা-১০ আসন জনগণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছি। 

আসিফ মাহমুদ বলেন, “আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়, তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ওসমান হাদি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আগামীতে কোনো বিজয় দিবস এই রকম কোনো সহযোদ্ধার কষ্ট নিয়ে যাতে পালন করতে না হয়।

আসিফ মাহমুদ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের ভিতরে আতঙ্ক ছড়ানোর জন্য এবং সেই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরির জন্য এই ধরনের গুপ্তহত্যা চেষ্টা চালাচ্ছে এবং আরও কয়েকটি গুপ্তহত্যা করার হুমকি দিচ্ছে।

তিনি বলেন, “আমরা জানি এই সকল গুপ্তহত্যা কারা করে। আমরা ঠিক দুই দিন আগের বুদ্ধিজীবী দিবস, আপনারা জানেন শহীদ বুদ্ধিজীবী দিবসে পরাজিত হবার আগে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদেরকে মেধাহীন করার জন্য যে ষড়যন্ত্র করেছিল, ঠিক একইভাবে পরাজিত হবার পরে ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগ আমাদেরকে নেতৃত্বহীন করার জন্য এই রকম ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।”

তিনি আরও বলেন, তবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। এই ঐক্যের মাধ্যমে আমরা মনে করি, বাংলাদেশে মুক্তি সম্ভব এবং সামনের দিনে আমাদের কোনো ফ্যাসিবাদ এই ভয় দেখাতে পারবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.