লালমনিরহাটের হাতীবান্ধায় ইতিহাস বিকৃত না করে বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন হক। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও ত্যাগের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
আজ সকালে হাতীবান্ধা উপজেলার শহর উদ্দিন স্কুল মাঠে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে ইউএনও আফরিন হক অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের কাছে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার, উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোহাম্মদ আসাদুল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় শতাধিক বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, হাতীবান্ধা উপজেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন বলেন, স্বাধীনতার এত বছর পরও বীর মুক্তিযোদ্ধাদের এভাবে সংবর্ধনা দেওয়া সত্যিই গৌরবের বিষয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ববোধ ও আন্তরিকতায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।