× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সম্পর্কেই সমাধান স্লোগানে বড়াইগ্রামে বিজয় দিবসে চাউল ব্যবসায়ী ফোরামের আনন্দ র‍্যালি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নাটোরের বড়াইগ্রামে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে সাড়ে আটটার দিকে বড়াইগ্রাম উপজেলা চাউল ব্যবসায়ী ফোরাম–এর আয়োজনে “সম্পর্কেই সমাধান” স্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি বনপাড়া বাইপাস চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চাউল ব্যবসায়ী ফোরামের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সহ-সভাপতি শ্রী সঞ্জয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শ্রী কিশোর কুমার কুন্ডু, সহ-সাধারণ সম্পাদক মোঃ লিটন মোল্লা, কোষাধ্যক্ষ 

শ্রী রিপন কবিরাজ, সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব প্রাং এবং প্রচার সম্পাদক কাউসার আহমেদ শিমুল।

এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব বেলাল হোসেন, আলহাজ্ব আবুল বাশার মিয়াজী, শ্রী বিনয় প্রাং, মোহাম্মদ আনছার আলী, আব্দুর রশিদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ব্যবসায়িক ঐক্য, সৌহার্দ্য ও সামাজিক দায়িত্ববোধ বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.