× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালুকায় নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিলের অভিযোগে মামলা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ভালুকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ভালুকা মডেল থানা পুলিশ এসআই ফজুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। যার মামলা নং ২০।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাত ৯টার দিকে নিশিন্দা এলাকায় বিএসবি স্পিনিং মিলস গেটসংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নাশকতামূলক কর্মকা- ও মশাল মিছিলের প্রস্তুতির খবর পায় পুলিশ। রাত ৯টা ৩৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে জানা যায়, এজাহারে নাম থাকা ৪৪ জনসহ অজ্ঞাতনামা আরও ৩৫/৪০ জন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মশাল মিছিল করে উস্কানিমূলক স্লোগান দেয় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

ভালুকা মডেল থানা সেকেন্ড অফিসার এসআই আবু তাহের জানান,এ ঘটনায় পুলিশ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় নিয়মিত মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.