চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পশ্চিম নাউরী যুবসমাজের উদ্যোগে পশ্চিম নাউরী খেলার মাঠে মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট মেঘা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ৷
১৬ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত খেলায় খোকন একাদশ ১- ০ গোলে মিনহাজ একাদশ কে পরাজীত করে বিজয় অর্জন করেন ৷
ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মো: শুক্কুর ঢালী, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো: নুরুজ্জামান ও সমাজসেবক মো: শাহাজুদ্দিন মোল্লার সার্বিক ব্যবস্থাপনায় এবং সমাজসেবক মো: লিটন মিয়াজির সভাপতিত্বে খেলাটি অনুষ্ঠিত হয় ৷
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্যদেন, সমাজসেবক মো: মহিউদ্দিন মিয়াজী, মো: সিদ্দিকুর রহমান বেপারী, মো: আল - আমিন বেপারী, মো: নজরুল ইসলাম, মো: মনির হোসেন ঢালী, মো: আব্দুল কুদ্দুস বেপারী, মো: নাজিরুল ইসলাম,মো: গোলাম জিলানী বেপারী, মো: রেফায়েত উল্লাহ দেওয়ান, মো: ওসমান প্রধান , মো: গোলাম মোস্তফা বেপারী,চাঁদপুর জেলা যুবদলের সদস্য মো: মুরাদ বেপারীসহ আরো অনেকে ৷
উপস্থাপনা করেন মো: আমানত উল্লাহ রানা,রেফারির দায়িত্ব পালন করেন মো: তাফাজ্জল দেওয়ান, জাজমেন্ট ছিলেন নুরুজ্জামান প্রধান, নাহিদ দেওয়ান ৷
খেলায় অংশগ্রহণকাররী প্রতিটি দলের প্রত্যাককে নিজের অর্থায়নে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মো: শুক্কুর ঢালী৷
এলাকার যুবসমাজকে মাদক, ইবটেজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখার জন্য প্রতি বছরই এই খেলার আয়োজন করা হয় এবং খেলার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান খেলার আয়োজকরা ৷ অত্র এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার মানুষ এই খেলাটি উপভোগ করেন ৷