ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূরীকরণে মানসম্মত ও একীভূত শিক্ষার গুরুত্ব তুলে ধরতে “ঝরে পড়া রোধ ও শিখন ঘাটতি দৃঢ়ীকরণে মানসম্মত ও একীভূত শিক্ষার ভূমিকা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রংপুরের বদরগঞ্জে প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে সকাল ১১ টায় আরডিআরএস-এ আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. সুলতান সালাউদ্দিন। সভাপতিত্ব করেন ইন্সট্রাক্টর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের মো. এরশাদুল হক।আরডিআরএস সিডসৃ প্রকল্প সমন্বয়কারী তামিম আহমেদ।প্রোগ্রাম অফিসার সুকুমল টপ্য প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে পাঠদানকে শিক্ষার্থীবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও দক্ষতাভিত্তিক করতে হবে। শিখন ঘাটতি চিহ্নিত করে নির্দিষ্ট সহায়তামূলক কার্যক্রম, রিমেডিয়াল ক্লাস ও ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন সম্ভব। একীভূত শিক্ষা ব্যবস্থা প্রান্তিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করে, যা ঝরে পড়া কমাতে কার্যকর ভূমিকা রাখে।
আলোচনায় আরও উঠে আসে শিক্ষকদের পেশাগত উন্নয়ন, অভিভাবক সম্পৃক্ততা, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার এবং বিদ্যালয়ভিত্তিক সহায়তা কাঠামো জোরদার করার বিষয়গুলো। অংশগ্রহণকারীরা দলগত আলোচনার মাধ্যমে শিখন ঘাটতি নিরূপণ, পাঠ পরিকল্পনা উন্নয়ন এবং বিদ্যালয় পর্যায়ে বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা প্রণয়ন ও ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, উপজেলার ৪ ইউনিয়নের প্রধান শিক্ষক ও অভিভাবকরা।