× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়ার শেরপুরে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:১৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বগুড়ার শেরপুরে সোপান (উন্নয়ন সংগঠন) এর উদ্যোগে এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে হত দরিদ্র ১৮ পরিবারের মাঝে ৩৬টি ছাগল (ছাগী) বিনামূল্যে বিতরণ হয়। (১৭ ডিসেম্বর ২৫) বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রাণীসম্পদ ভেটেরিনারী হসপিটাল প্রাঙ্গনে ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নিয়ায কাযমীর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ নাইম হোসেন, অনুষ্ঠানে সভা প্রধান সোপান এ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, সঞ্চলনায় সোপানের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা বীরেন দাস, এছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিবর্গ।    

উল্লেখ্য যে, সোপান (উন্নয়ন সংগঠন) শেরপুর সান্যালপাড়ায় অবস্থিত একটি বেসরকারী উন্নয়ন সংগঠন। প্রায় তিন দশক ধরে অত্র উপজেলার নিভৃত পল্লী এলাকার সুবিধা বঞ্চিত ও অবহেলিত দরিদ্র পরিবারের আয়বৃদ্ধি মূলক কার্যক্রমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে বিভিন্ন কর্মসূচী সফলতার সাথে বাস্তবায়ন করে চলেছে। কার্যক্রম বাস্তবায়নের ধারাবাহিকতায় খানপুর পশ্চিমপাড়া ও মধ্যপাড়ার হত দরিদ্র প্রান্তিক জন গোষ্ঠীর ১৮টি পরিবারকে বিনামূল্যে ২টি (দুইটি) করে ছাগল (ছাগী) প্রদান করা হয়। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.