× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ছাত্রদল নেতা

১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:১৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৪৯ পিস ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের কর্মী এবং আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শামীম বিন ইসমাইলকে (২৪) আটক করা হয়েছে।

জানা গেছে, আটককৃত শামীম বিন ইসমাইল (২৪) কবি নজরুল সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর রাতে পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের সোতাশী মমিন মার্কেট এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন।

অভিযানকালে তার হেফাজত থেকে ৪৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় এ ঘটনায় বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, এই ছেলেটি আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য, আমাদের কলেজ শাখার কোনো সাংগঠনিক দায়িত্বে নেই। তাছাড়া আমরা যতটুকু শুনেছি ঘটনাটি তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে ফাঁসানোর জন্য করেছে।এমনিতে কলেজে আসতো যেহেতু আলফাডাঙ্গা ছাত্রদল করতো, সে কারণে আমাদের সঙ্গে তার যোগাযোগ ছিল। সাংগঠনিক ব্যবস্থা যদি নিতে হয় তাহলে সেটা ফরিদপুর জেলা ছাত্রদল নিবে।

কলেজ শাখা ছাত্রদলের সঙ্গে যুক্ত না থেকেও তাকে বিভিন্ন সময় কলেজ ছাত্রদলের টি-শার্ট পরিহিত অবস্থায় হেল্পডেস্কে দায়িত্ব পালন করতে দেখা গেছে, তাকে নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা ছিল কিনা —এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রদল একটি বৃহৎ সংগঠন ও বড় প্ল্যাটফর্ম। এখানে যে কেউ চাইলে সংগঠন করতে পারে। আমরা যতটুকু জানি ছেলেটি ভদ্র ও ভালো। তবে এলাকায় গিয়ে কী করেছে বা কী ঘটেছে, সে বিষয়ে আমরা জানি না । আর ওর ঘটনাটি কবি নজরুল সরকারি কলেজ সংক্রান্ত নয়। ঘটনাটি ঘটেছে ফরিদপুরে তার নিজ এলাকায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.