আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। মঙ্গলবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছ থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান জেলা প্রশাসক।
পরে শেখ ফরিদ আহমেদ মানিক সাংবাদিকদের বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে গত ১৭ বছর একটি ভালো নির্বাচনের জন্য আন্দোলন-সংগ্রহ করেছে বিএনপি। তাই আগামী নির্বাচনে যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
এনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের চাঁদপুর - ৩ আসনের মনোনয়ন সংগ্রহ।