× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে চার লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি :

১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:২১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর আওতাধীন কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একযোগে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ ও আগরবাতি জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন কাকডাঙ্গা মাঠ ও বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে। একই সময়ে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা গোবিন্দকাঠী এলাকা থেকে ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করেন।

এছাড়া মাদরা বিওপির অভিযানে উত্তর ভাদিয়ালী এলাকা থেকে ১১ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় আগরবাতি উদ্ধার করা হয়। হিজলদী বিওপির আভিযানিক দল গোবরপোতা এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা মূল্যের আগরবাতি আটক করে। অপরদিকে, চান্দুরিয়া বিওপির সদস্যরা গোয়ালপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেন।

এসব অভিযানে সর্বমোট ৪ লাখ ৪২ হাজার ২০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। বিজিবির নিয়মিত টহল ও কঠোর অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.