× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালুকা থানার মোড়ে মহাসড়কে রিকশার বাধা: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:২৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানার মোড় এখন যেন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কের পশ্চিম পার্শ্ব থেকে মূল সড়কে উঠতে গেলে প্রায়ই দেখা যায়, বিপুল সংখ্যক রিকশা সেখানে দাঁড়িয়ে থাকে। এরা রাস্তার একটি বড় অংশ দখল করে রাখে, ফলে যাত্রীবাহী বাস, ট্রাক এবং প্রাইভেট গাড়িগুলোর চলাচলে বিঘ্ন ঘটে।

স্থানীয়দের অভিযোগ, নিয়ম না মেনে রিকশাগুলো সড়কে দাঁড়িয়ে যাত্রী উঠানো-নামানো করে। এতে শুধু যানজটই তৈরি হচ্ছে না, বরং প্রায়ই ঘটে যাচ্ছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে রাতের বেলায় অথবা বৃষ্টির সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

একজন পথচারী জানান, “প্রতিদিন স্কুলে যাওয়ার সময় দেখি রিকশাগুলো পুরো রাস্তা আটকে রাখে। গাড়িগুলো যখন পাশ কাটাতে চায়, তখন অনেক সময় হঠাৎ করে রিকশা চলা শুরু করে—এতেই দুর্ঘটনা ঘটে।”

এ বিষয়ে ভালুকা থানার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, “আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি, তবে কিছু অসচেতন চালক নিয়ম ভেঙে রাস্তা আটকে রাখেন। আরও কঠোর ব্যবস্থা নেওয়ার চিন্তা করছি।”

এলাকাবাসী দ্রুত এই সমস্যার সমাধান দাবি করছে এবং রিকশা চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা, যেমন আলাদা স্ট্যান্ড নির্ধারণের আহ্বান জানিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.