শেরপুরের নালিতাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রানাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতের দিকে পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পরে বুধবার (১৭ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৫ আগস্ট নালিতাবাড়ী শহরের বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনার দায়ে দায়ের করা মামলায় মহিউদ্দিন রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, মামলার তদন্তের স্বার্থে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।