× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তানোরে সাংবাদিক মামুনের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:২৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাজশাহীর তানোর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক   ও জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মামুনুর রশিদ মামুন (৪০) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে

সাংবাদিক মামুন তানোর পৌর এলাকার বেলপুকুরিয়া মহল্লার মৃত এবাদুল্লাহ মন্ডলের পুত্র। তিনি ছয় ভাইয়ের মধ্যে চতুর্থ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার কন্যা বর্তমানে রাজশাহীর একটি কলেজে অধ্যয়নরত। হঠাৎ তার মৃত্যুতে তানোরের সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে একজন সাহসী, নিষ্ঠাবান ও সমাজ সচেতন সাংবাদিক হিসেবে স্মরণ করছেন।

তানোর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক  মামুনুর অর রশিদ মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তানোর প্রেসক্লাব।তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু ও  সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বলেন, মামুনুর অর রশিদ মামুন ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সাংবাদিক। সাংবাদিকতা পেশায় তাঁর অবদান তানোর প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক সমাজ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন আদর্শ সহকর্মী ও মানবিক মানুষকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি।নেতৃবৃন্দ আরও বলেন, প্রয়াত মামুনুর অর রশিদের পেশাগত সততা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা ও সাংগঠনিক দক্ষতা প্রেসক্লাবের কার্যক্রমকে দীর্ঘদিন সমৃদ্ধ করেছে। তাঁর মৃত্যুতে তানোর প্রেসক্লাব গভীরভাবে শোকাহত। প্রয়াত সাংবাদিক মামুনুর রশিদ মামুনের   বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে গণমাধ্যমে পাঠানো  শোকবার্তায় আরো স্বাক্ষর করেন তানোর প্রেসক্লাবের সহ- সভাপতি আশরাফুল ইসলাম রনজু,  যুগ্ন-সম্পাদক আসাদুজ্জামান মিঠু, ক্যাশিয়ার ইমরান হোসাইন, সদস্য লুৎফর রহমান, টিপু সুলতান, ওবাইদুর রহমান সুজন, আশরাফুল আলম, শরিফুল ইসলাম, মাহবুব আলম জুয়েল,  এবং মমিনুল ইসলাম মুন। তানোর প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক মামুনুর রশিদ মামুনের  স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।এছাড়াও সাংবাদিক মামুনের মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.