× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে শাহ আমিনুল্লাহ ডায়াগনস্টিক এন্ড হরমোন সেন্টারের শুভ উদ্বোধন

আরফাত হোসেন- দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৩১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

"যেখানে প্রযুক্তি ও মানবিকতা একসাথে কাজ করে সেখানেই গড়ে উঠে প্রকৃত সেবা" এ স্লোগানকে সামনে রেখে চন্দনাইশ উপজেলার বাদামতলস্থ হক মার্কেটের নিচ তলায় কম্পিউটারাইজড ও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শুভ উদ্বোধন হল শাহ আমিনুল্লাহ ডায়াগনস্টিক এন্ড হরমোন সেন্টার। 

১৭ ডিসেম্বর (বুধবার) সকালে এ উদ্বোধনী অনুষ্ঠান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন রশিদের সভাপতিত্বে শাহ আমিনুল্লাহ ডায়াগনস্টিক এন্ড হরমোন সেন্টারের উদ্বোধন করে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা।

চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নাজিম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. তৌওসিফ সুবিদ, ডা. মাসুদুল আলম কামাল।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শাহ আমিনুল্লাহ ডায়াগনস্টিক এন্ড হরমোন সেন্টারের পরিচালক যথাক্রমে- মো. মনিরুল ইসলাম সুমন, মো. নাইম উদ্দিন, মো. ফজলুল হক, এ্যানি আক্তার, হক মার্কেটের স্বত্বাধিকারী মো. ইস্কান্দার মির্জা, সমাজসেক মো. শিহাব উদ্দিনসহ অত্র প্রতিষ্ঠানের স্টাফ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.