বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ই ডিসেম্বর) বিকালে বেগমগঞ্জের চৌমুহনীর সুগন্ধা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকীর আয়োজনে এই কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে শাহ আবদুল্লাহ আল বাকী বলেন, বেগম খালেদা জিয়াকে সঠিক সময়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে না দিয়ে আজ ঊনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে শৈরাচারী সরকার। খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি দেশের গণতন্ত্র। আমরা তার দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া কর।
এসময় উপস্থিত ছিলেন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি জহিরুল হক সোহেল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান দিপু, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আবু নাছের মামুন, নোয়াখালী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এজিএস হানিফ, যুগ্ম আহ্বায়ক তুহিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিরাজ সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।