× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারগঞ্জে কৃষকলীগের ২ নেতার যোগদানের প্রতিবাদে বিক্ষোভ

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি :

১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জামালপুরের মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগের নেতা আবুল হোসেন ওরফে ভিক্কু ও মোশারফ হোসেন  এর বিএনপিতে যোগদান এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর)  সকাল ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত  বিএনপির স্থানীয় নেতারা ছাড়াও তৃণমূলের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। উপজেলা জুড়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রতিবাদের ঝড় তুলেছেন নেতাকর্মীরাও।  

জানা যায়,  বুধবার রাতে বালিজুড়ী এফ এম হাই স্কুল মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি অ্যাড. মঞ্জুর কাদের খান বাবুল ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুর কাছে যোগদান করেন শহরের ৫ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু ও পৌর কৃষকলীগের সদস্য মোশারফ হোসেন।  মাদারগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষুদ্ধ নেতারা যোগদানের প্রতিবাদে বালিজুড়ী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন।  মিছিলটি বালিজুড়ী বাজার হয়ে শহরের ঠাকুরবাড়ী মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন। অতি দ্রুত  ৫ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু ও পৌর কৃষকলীগের সদস্য মোশারফ হোসেনকে গ্রেফতারের দাবী জানান বিক্ষুদ্ধ নেতারা।  

তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে অনুপ্রবেশ ঠেকাতে দলীয়ভাবে কঠোর অবস্থান নিলেও জামালপুরের মাদারগঞ্জে সুযোগ সন্ধানী কিছু বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতাদের বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে বিএনপিতে পুনর্বাসন করার চেষ্টা করে যাচ্ছে ।এই ব্যক্তি গুলাই  বিপুল পরিমাণ লেনদেন করেই আওয়ামীলীগ এর দোসরদের এলাকায় আশ্রয় দিয়েছে।  ২০১৮ সাল থেকে আবুল হোসেন ওরফে ভিক্কু ও মোশারফ হোসেন কৃষকলীগের পদ বাগিয়ে নেওয়ার পর থেকেই বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন ও রাতের আধারে নেতাকর্মীদের বাড়ীতে পুলিশ পাঠিয়ে করাতো গ্রেফতার।  এই ব্যক্তিদের বিএনপিতে যোগদান তারা কখনো মেনে নিবে না।  

বিএনপিতে যোগ দেয়া কৃষকলীগের সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু জানান,  আগে বিএনপি করতাম।  পরে বনিক সমিতিতে থাকার কারণে আওয়ামীলীগে যোগদান করলে কৃষকলীগের পদ দিয়েছিল।  আমি কখনো কার্যক্রম অংশ গ্রহণ করি নাই।  একবার বিএনপি আরেকবার আওয়ামীলীগ আবার বিএনপিতে সুবিধা আদায়ের জন্য এভাবে খেলা খেলছেন বলে প্রশ্ন করা হলে তিনি এডিয়ে জানান, আমি সাংবাদিকদের জানিয়ে দিয়েছি কোন কারণে যোগদান করেছি। 

১ নং চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার জানান,সারাদেশে যোগদান বন্ধ। অপারেশন ডেভিল হান্ট চলতাছে সেখান থেকে বাচার জন্য মোটা অংকের টাকার বিনিময়ে তাদের বিএনপিতে যোগদান করানো হয়েছে । 

এদিকে মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র  যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান জানান, ১৭ বছর যাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম আজকে তারাই বিভিন্ন কৌশলে প্রবেশ করে আগেও যেভাবে নির্যাতন করেছে এখনো সেইভাবে নির্যাতন করতেছে। এই দোসরদের দলে দেখার জন্য আমরা আন্দোলন করি নাই।

অন্য দিকে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মঞ্জুর কাদের খান বাবুল জানান, ১৯৮৬ সাল থেকে তারা  বিএনপি করতো। ২০১৮ সালে বিভিন্ন চাপের কারণে তারা আওয়ামীলীগে যোগদান করেন।  বুধবার তারা আবার বিএনপিতে যোগদান করেছে। টাকার বিনিময়ে এদের বিএনপিতে যোগদান করানো হয়েছে বলে প্রশ্ন করা হলে তিনি আরো জানান,ওয়ার্ড পর্যায়ে এরা। টাকার বিনিময়ে যোগদান এটা কেউ বিশ্বাস করবে না।  

এদিকে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ মো: ওয়ারেস আলী মামুন জানান, অসন্তোষ হওয়াটা স্বাভাবিক। কারণ দলের নিষেধ আছে। যাদের বিরুদ্ধে এতো বছর নেতাকর্মীরা সংগ্রাম করেছে তাদের আবার পুর্বাসন করলে নেতাকর্মীরা মেনে নিবে না।  আমি কিছুক্ষণ আগেই ফেসবুকে দেখেছি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.