লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন ভুইঁয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও আসন কমিটির পরিচালক মাওলানা ফারুক হোসেন, মোহাম্মদ নুর নবী, আসন কমিটির সদস্য সচিব এডভোকেট আব্দুল আউয়াল রাসেল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হুমায়ুন কবির, সেক্রেটারি ফয়েজ আহম্মদ, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন পাটোয়ারীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে আসন পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট আব্দুল আউয়াল রাসেল বলেন, লক্ষ্মীপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার রুহুল আমিন ভুইঁয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি একজন সর্বজনসমাদৃত ব্যক্তি। আগামী নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনের সকল শ্রেণি-পেশার মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।