দারিদ্রতার সঙ্গে জন্মলগ্ন থেকেই সংগ্রাম করে বড় হওয়া কুড়িগ্রাম তথা উত্তরাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম নতুন কিছু নয়। অর্থনৈতিক টানাপোড়নে বহু প্রতিভাবান শিক্ষার্থীর স্বপ্ন মাঝপথেই থমকে যায়। তেমনই এক বাস্তবতার মাঝেও স্বপ্ন আঁকড়ে ধরে এগিয়ে চলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মেহেদী।
মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা গ্রামে। দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও রাজধানী ঢাকায় পড়াশোনা ও বসবাসের ব্যয়ভার বহন করা তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।অভাবের কাছে মাথা নত না করে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে মেহেদী বেছে নিয়েছেন আত্মনির্ভরতার পথ আত্মসম্মান বিসর্জন দিয়ে কারও কাছে হাত না পেতে নিজ উদ্যোগে তিনি পান ও সিগারেট বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।
পাশাপাশি তার স্ত্রী খিচুড়ি বিক্রি করে সংসারের হাল ধরেছেন। কঠিন বাস্তবতার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়ার এই সংগ্রাম অনেকের জন্যই অনুপ্রেরণার উদাহরণ। মেহেদী ও তার পরিবার এই লড়াইয়ে সমাজের সহমর্মী মানুষদের সহযোগিতা কামনা করেছেন। তারা বিশ্বাস করেন, সামান্য সহায়তাই বদলে দিতে পারে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ।