আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে ফরিদগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫ ) সকালে উপজেলা প্রশাসন ও সিসিডিএ- সিমস প্রকল্প (স্ট্রেনদেস্থ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস্) প্রকল্প, ফেইজ-২) এর উদ্যোগে র্যালি শেষে আলোচনা সভায় ইউএনও সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও সিমস প্রকল্পের উপজেলা কো-অডিনের্টর মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান।
উপজেলা প্রকৌশলী আবরার আহম্মদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, এমআরপিসি সভাপতি কাউছার আহমেদ হৃদয়, মমিনুল ইসলাম,ফিরোজ আলম, এমআরপিসের সহসভাপতি জাহিদ হাসান প্রমুখ। এসময়ে এমআরপিসির সদস্যরা ছাড়া ৭টি ইউনিয়নের সোস্যাল মোবিলাইজারগণ উপস্থিত ছিলেন।