‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ।
সভায় বক্তারা বলেন, প্রবাসীরা হলেন রেমিট্যান্স যোদ্ধা। দেশের মোট জিডিপির একটি বড় অংশ রেমিট্যান্স থেকে আয় হয়। তাই প্রবাসীদের যথাযোগ্য মর্যাদা দেওয়া উচিত। বহির্বিশ্বে প্রবাসীরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করেন। তাই বিদেশে যাওয়ার আগে যথাযথ দক্ষ হয়ে যেতে হবে। দক্ষ প্রবাসী বিদেশে আমাদের বাংলাদেশের নাম অক্ষুন্ন রাখবে।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঞা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার আছমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর, সমাজসেবা অফিসার মো. আবুল খায়ের, কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারশিকো, পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, এনটিভি প্রতিনিধি মাহবুবুর রহমান প্রমুখ।