× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লংগদুতে পুলিশি অভিযানে চোর আটক, উদ্ধার চোরাই মালামাল

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:২৮ পিএম । আপডেটঃ ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:১৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাঙ্গামাটির লংগদু উপজেলায় পুলিশের গোপন অভিযানে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ এক চোরকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, জরুরি আসবাবপত্র ও গবাদিপশু চুরির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এমন প্রেক্ষাপটে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকা থেকে চোরাই মালামালসহ নজিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে লংগদু থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, লংগদু থানার মামলা নম্বর-০৩, ধারা-৩৮০/৪৫৭ (পেনাল কোড-১৮৬০) রুজুর পর বাঘাইছড়ি সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে এসআই (নিঃ) এস এম আল-মামুন ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে আসামিকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতের কাছ থেকে চট্টগ্রাম মেট্রো-হ-১৭-৯৭২৯ নম্বরের একটি ১১০ সিসি মোটরসাইকেল (চ্যাসিস নম্বর MD2A15AYXJWG94856, ইঞ্জিন নম্বর JBYWJG52512), তিনটি পুরাতন ইঞ্জিন এবং একটি ইঞ্জিনসহ নৌকা উদ্ধার করা হয়।

বাঘাইছড়ি সার্কেলের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, এলাকায় চোরচক্রের তৎপরতা বৃদ্ধির তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.