× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কর্পোরেট সুশাসনের জন্য আইসিএসবি’র ‘গোল্ড অ্যাওয়ার্ড’ জিতল ব্র্যাক ব্যাংক

১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯ পিএম । আপডেটঃ ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কর্পোরেট গভর্ন্যান্সে উৎকর্ষতার জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স ২০২৪-এ জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক।

১৫ ডিসেম্বর ২০২৫ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি ব্র্যাক ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান এফসিএস এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া এফসিএ-এর হাতে তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান এবং আইসিএসবি-এর প্রেসিডেন্ট হোসাইন সাদাত এফসিএস।

প্রতি বছর কর্পোরেট গভর্ন্যান্সে সর্বোচ্চ মান বজায় রাখা প্রতিষ্ঠানগুলোকে এই পুরস্কারটি প্রদান করা হয়। ব্র্যাক ব্যাংক দেশের স্থানীয় ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ মার্কেট ক্যাপিটালাইজেশন, সবচেয়ে বেশি আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং সর্বোচ্চ ক্রেডিট রেটিং অর্জনের মাধ্যমে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। পাশাপাশি গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি)-এর সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক মূল্যবোধভিত্তিক ব্যাংকিং ও টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সম্মাননা অর্জন প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্র্যাক ব্যাংকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দীর্ঘমেয়াদি সাফল্যের ভিত্তি হলো সুশাসন, শুদ্ধাচার ও স্বচ্ছতা। এই সম্মাননা আমাদের সেই বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। একটি শক্তিশালী ও টেকসই আর্থিক খাত গড়ে তুলতে ভবিষ্যতেও ব্র্যাক ব্যাংক সর্বোচ্চ কর্পোরেট গভর্ন্যান্স মান বজায় রেখে কাজ করে যাবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.