× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসে সিআইপি সম্মাননা পেলেন শফিকুল ইসলাম রাহী

আরফাত হোসেন- দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে  রাজধানীর ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগামী ২০২৬ ও ২০২৭ সালের জন্য সারাদেশে নির্বাচিত ৮৬ জন কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি) কে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

এ সময় বিশেষ অতিথি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের হাত থেকে সিআইপি সম্মাননা গ্রহণ করেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।

উল্লেখ্য, শফিকুল ইসলাম রাহী সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। পাশাপাশি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর অবদান স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সিআইপি সম্মাননা প্রাপ্তিতে শফিকুল ইসলাম রাহী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে প্রবাসী ও সমাজ উন্নয়নে আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.