গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চোরের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার চন্দ্রা ত্রি-মোড়ের পূর্ব পাশে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি সংঘবদ্ধ চোরচক্র ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক লাইনে কাজ শুরু করে। এ সময় অসাবধানতাবশত লাইনে বিদ্যুৎ সংযোগ থাকায় এক চোর গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবহিত করে।
এ বিষয়ে কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডি.জি.এম) শাহারুল ইসলাম বলেন, “ট্রান্সফরমার চুরি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দণ্ডনীয় অপরাধ। বৈদ্যুতিক লাইনে অবৈধভাবে হস্তক্ষেপের ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”