× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার-৪১, ধরাছোঁয়ার বাহিরে শীর্ষ ডেভিলরা!

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার:

১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:১৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি‘র উপর গুলিবর্ষণ চালিয়ে হত্যা চেষ্টার পর তীব্র সমালোচনা ও সারাদেশে প্রতিবাদের মূখে দেশব্যাপী অভিযান জোরদারের ঘোষণা আসে সরকারের তরফে। অভিযানের নাম দেয়া হয় ডেভিল হান্ট ফেজ-টু। এরই প্রেক্ষিতে মৌলভীবাজার জেলা জুড়েও জোরদার করা হয় ডেভিল হান্ট অভিযান। গত ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ওই অভিযানে জেলা সদর ছাড়াও রাজনগর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলা মিলে এ পর্যন্ত মোট ৪১ জন আওয়ামীলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বেশিরভাগই উপজেলা পর্যায়ের দ্বিতীয় ও তৃতীয় সারির নেতা-কর্মী। 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়কে পৌর শহরের কলেজ রোডস্থ জয়নগরপাড়া আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে ২৪ এর ৩ ও ৪ আগস্ট শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে প্রকাশ্যে লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়ায় নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে। একই দিনে মৌলভীবাজার সদরের একাটুনা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাজ্জাদুর রহমান, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুন নুর গুলু, জুড়ী উপজেলা আওয়ামীলীগের শিক্ষা,প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক ফয়সল মাহমুদ,মৌলভীবাজার সদরের আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য জমসেদ খানকে আটক করে পুলিশ। 

১৭ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে আটক করা হয়, বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি চন্দন কর্মী, কুলাউড়া উপজেলা ছাত্রলীগ কর্মী ইমন আহমেদ, কুলাউড়া উপজেলা ছাত্রলীগ কর্মী তাহসিন হাসান বিজয়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ কর্মী ইসমাইল হোসেন রাজন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ কর্মী অশোক দেববর্মা, কুলাউড়া উপজেলার  ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মমদুদ হোসেন ও জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন যুবলীগ কর্মী রিপন মিয়াকে। তবে গ্রেফতারকৃত অন্যান্যদের নাম জানা সম্ভব হয়নি। 

এদিকে চলমান ডেভিল হান্ট ফেজ-টু অভিযান চললেও এখন পর্যন্ত ২৪ এর জুলাই আন্দোলন চলার সময়ে নিরীহ ছাত্র-জনতার উপর নৃশংস হামলাকারী ও মামলার আসামী শীর্ষ পর্যায়ের জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতারা রয়েছেন একেবারেই ধরাছোঁয়ার বাহিরে। গুঞ্জন রয়েছে অনেকে দেড় বছর আগেই পারি জমিয়েছেন ভারত ও মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে। আবার অনেকে দেশেই আত্মগোপনে রয়েছেন। অনেক মামলার আসামীকেও আবার প্রকাশ্যে শহরে ঘুরাফেরা করতে দেখা যাচ্ছে। 

ওদিকে জেলায় চলমান ডেভিল হান্ট ফেজ-টু অভিযান প্রসঙ্গে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা বলেন, আমাদের অভিযান চলমান রয়েছে। মামলার আসামীদের ধরার ব্যাপারে থানায় থানায় নির্দেশনাও দেয়া আছে। অনেক মামলার আসামীরা প্রকাশ্যে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকে ধরা পড়ার পর জামিনে বের হয়ে আসছে। তবে প্রকাশ্যে আসামীদের তথ্য দিয়ে সহায়তার অনুরোধও জানান তিনি।  


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.