ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যবসায়িক প্রয়োজনে ধার নেওয়া ৮ লক্ষ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মো: আ: আজিজ (৪৫) বাদী হয়ে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নং আমলী আদালতে এই মামলাটি দায়ের করেন।
মামলার ১ নং আসামী মো: আব্দুল্লাহ (২৭) তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘ড্রেস পয়েন্ট’ (সাবেক ইয়াছিন বস্ত্রালয়) পরিচালনার জন্য টাকার প্রয়োজনে গত ১২ জানুয়ারি ২০২৩ তারিখে ৩টি ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে বাদীর কাছ থেকে নগদ ৫ লক্ষ টাকা ধার নেন। পরবর্তীতে মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে আরও ৩ লক্ষ টাকা গ্রহণ করেন। সব মিলিয়ে আসামিরা সর্বমোট ৮ লক্ষ টাকা গ্রহণ করেন।
টাকা পরিশোধের সময় অতিবাহিত হওয়ার পর বাদী মো: আ: আজিজ তার পাওনা টাকা ফেরত চাইলে আসামিরা কালক্ষেপণ শুরু করেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দরবার হলেও আসামিরা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। সর্বশেষ গত ১৫ নভেম্বর ২০২৪ তারিখে আসামিরা টাকা নেওয়ার কথা সরাসরি অস্বীকার করেন এবং বাদীকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলায় অভিযুক্ত অন্য আসামীরা হলেন— মোছাম্মৎ হাজেরা খাতুন (৫০), হাবিবুল্লাহ (২৫) এবং মোসলেম (৫০)। তারা সকলেই ঈশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের বাসিন্দা। আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪২০/৩৪ ধারায় বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
ভুক্তভোগী বাদী মো: আ: আজিজ জানান, তিনি সরল বিশ্বাসে টাকাগুলো ধার দিয়েছিলেন, কিন্তু এখন টাকা ফেরত না পেয়ে তিনি আইনি প্রতিকার পেতে আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।