সামাজিক সংগঠন পথ-এর উদ্যোগে লালমনিরহাটে রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর লালমনিরহাট সদর উপজেলার এলজিইডি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় শতাধিক নিয়মিত রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সামাজিক সংগঠন পথ-এর উপদেষ্টা মেহেদী হাসান জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন এবং ক্লিনিক মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন সামাজিক সংগঠন পথ-এর সভাপতি তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল। বক্তারা বলেন, নিয়মিত রক্তদান একটি মহৎ মানবিক কাজ। সমাজে রক্তদাতাদের সম্মাননা দেওয়ার মাধ্যমে অন্যদেরও রক্তদানে উৎসাহিত করা সম্ভব।
অনুষ্ঠান শেষে নিয়মিত রক্তদাতাদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।