× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লংগদুতে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর উদ্যোগে লংগদু উপজেলার রাজনগর এলাকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর মেডিক্যাল অফিসারসহ অভিজ্ঞ মেডিক্যাল টিম বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

এ সময় মোট ৪০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিচ্ছন্নতা রক্ষা এবং নিয়মিত চিকিৎসা গ্রহণের বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।

এ ধরনের মানবিক কার্যক্রম পার্বত্য এলাকার জনগণের মাঝে বিজিবির প্রতি আস্থা ও ইতিবাচক মনোভাব সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.