× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

"দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব দেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও প্রবাসী কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতেই নরসিংদী জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য রেলি বের হয়। র‍্যালী শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্লাহ ভূঁইয়া দুই দিনব্যাপী আয়োজিত অভিবাসন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

নরসিংদী জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্লাহ ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সারোয়ার ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক একেএম দাউদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, পি পি আব্দুল বাসেত ভূঁইয়া নরসিংদী ওভারসিজ এর চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতিতে প্রবাসীদের  অবদানের কথা স্মরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ড. নিয়ামত উল্লাহ ভূঁইয়া বলেন, "প্রবাসীরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। সরকার প্রবাসীদের কল্যাণে এবং দক্ষ জনশক্তি প্রেরণে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা চাই আমাদের কর্মীরা দক্ষ হয়ে বিদেশে যাক, যাতে তারা উচ্চ মজুরি পায় এবং দেশের সম্মান বৃদ্ধি করে।"

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, প্রবাসীদের যেকোনো সমস্যায় জেলা প্রশাসন সবসময় পাশে আছে এবং তাদের সেবা সহজীকরণে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী এবং সফল প্রবাসী কর্মীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা, প্রবাসী পরিবারের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.