× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে নিষিদ্ধ আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নীলফামারীতে অপারেশন ডেভিল হান্ট (ফেইজ–২) এর আওতায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া (২৭), কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল মন্নাফ (৩১),

সৈয়দপুর উপজেলার আওয়ামী লীগ সমর্থক জাহানুর আলম (৩৬), একই উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সদস্য এনামুল হক (৬০), জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মনোয়ার হোসেন লিটন (৪২), ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি অমিত হোসেন সাবু (৩৯) এবং ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের কাউন্সিলর আনারুল ইসলাম (৫৫)।

নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে নাশকতাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গত দুই দিনে এ জেলায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বুধবার গ্রেফতার হওয়া চারজন হলেন— নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর আলী (৬৫), সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন (৪৬), ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এন্তাজুল হক (৬০) এবং একই উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন ওরফে উদ্দিন (৪৫)।

জেলা পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড রোধে অপারেশন ডেভিল হান্ট এর অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.