দুপুরের নরম রোদ, শিশুদের হাসি আর খেলায় মুখর উঠোন এক মুহূর্তেই বদলে গেল কান্না আর আহাজারিতে। কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের দক্ষিণপাড়ায় খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দুই নিষ্পাপ শিশু।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাড়ির পেছনে মাটি কাটার ফলে সৃষ্ট পানিভর্তি একটি গর্তে পড়ে ডুবে মারা যায় আবদুল মাবুদের শিশু সন্তান নোমান ও তার প্রতিবেশী বেলাল উদ্দিনের শিশুকন্যা জন্নাতুল ফেরদৌস। তারা দুজনেই ছিল একই পাড়ার, একই খেলাধুলার সঙ্গী।
নিহত নোমানের দাদা নুরুছ ছফা কান্নারত কণ্ঠে বলেন, কয়েকদিন আগে বাড়ির পেছনে মাটি কাটছিল। আমরা ভাবিনি এটা এমন বিপদ ডেকে আনবে। ওই গর্তটাই আজ আমাদের সবকিছু কেড়ে নিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরে শিশু দুটি বাড়ির পেছনের গর্তটির পাশে খেলছিল। অজান্তেই একে অপরের হাত ধরতে গিয়ে তারা পানিভর্তি গর্তে পড়ে যায়। চারদিকে নীরবতা, কেউ টের পায়নি মুহূর্তের সেই ভয়াবহ দৃশ্য।
দূর থেকে ঘটনাটি চোখে পড়ে জন্নাতুল ফেরদৌসের মায়ের। ছুটে এসে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ দৌড়ে এসে দুই শিশুকে উদ্ধার করেন। তখনও আশার আলো ছিল চোখে। দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাদের। কিন্তু চিকিৎসকের কথায় মুহূর্তেই ভেঙে পড়ে দুই পরিবার, দুজনকেই মৃত ঘোষণা করা হয়।
হাসপাতালের বারান্দায় অস্ফুট কান্না, গ্রামে নেমে আসে শোকের স্তব্ধতা। কোনো বাড়িতে চুলায় আগুন জ্বলেনি, কেউ মুখে ভাত তুলতে পারেনি। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে যেন থমকে গেছে পুরো দক্ষিণপাড়া।
সাহারবিল ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক প্রকাশ সোনা মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং থানাকে জানিয়েছি। এ ধরনের গর্ত ভরাট ও নিরাপত্তা নিশ্চিত না করলে এমন দুর্ঘটনা বারবার ঘটতে পারে।