× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওয়ারেছ আলী মামুনকে হেয় প্রতিপন্ন করার অভিযোগে থানায় জিডি

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি :

১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগে সদর থানায় ডায়েরী করা হয়েছে। বুধবার(১৭ ডিসেম্বর) রাতে  শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বাদী হয়ে জামালপুর সদর থানায় জিডি করেন। তিনি সাংবাদিকদের জানান,  এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক নেতা। তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া আইডি খুলে এডিট করা ছবি ও মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।এ ধরনের অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই।  

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীব জানান,  একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে ফ্যাক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে। থানায় সাধারণ ডায়েরী হয়েছে।  অতি দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আনার জন্য জামালপুর সদর থানা পুলিশকে অনুরোধ জানাই। 

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম সুমিল জানান, আমরা জামালপুর জেলা ছাত্রদল ঐক্যবদ্ধ আছি।  মামুন ভাই এর বিকল্প জামালপুরে কেউ নাই।  অতি দ্রুত চিহ্নিত করে দোষীদেরকে আইনের আওতায় আনা হোক।  

এদিকে কথা হলে জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমীন মিলন এ প্রতিবেদক মাসুদুর রহমানকে মুঠোফোনে জানান, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এডভোকেট ওয়ারেছ আলী মামুনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে এডিট করা ছবি ব্যবহার করছে। এসব অপপ্রচারের মাধ্যমে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।  যারা ফ্যাক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানাই। পাশাপাশি বিচারের মুখোমুখি করা হোক। 

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: ওয়ারেছ আলী মামুন জানান, আজ আমার বিরুদ্ধে কাল আরেকজনের বিরুদ্ধে এগুলা এভাবে চলমান থাকলে সবার জন্য ক্ষতি।  অতি দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানাই। 

এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান জানান, থানায় সাধারণ ডায়েরী হয়েছে।  অনুসন্ধান করা হচ্ছে।অতি দ্রুত দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.