ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আরিফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন,সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে মাঠের বিকল্প নেই।
আমরা চাই ফুলবাড়ীয়ার প্রতিটি গ্রাম থেকে ভালো মানের খেলোয়াড় উঠে আসুক। বর্তমান সরকার ও প্রশাসন তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রওশন জাহান, ক্রীড়া সংস্থার সদস্য মীর জাহিদুর রহমান, মোঃ ইমরান হাসানসহ অন্যান্যরা। ক্রীড়া সামগ্রী হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় ক্লাবগুলোর প্রতিনিধিরা।